যমুনা সারকারখানায় আধিপত্য বিস্তার নিয়ে দু -গ্রুপের উত্তেজনা।
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা কোম্পানী লিঃ এর সাবেক সিবিএ’র দু-গ্র“পে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা ও মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার যমুনা সারকারখানার ক্যান্টিন ও উপ ব্যবস্থাপক প্রশাসনের কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।জেএফসিএল ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে-যমুনা সারকারখানা কোম্পানী লিঃ এর সিবিএ’র আধিপত্য বিস্তারে কয়েকদিন ধরে সারকারখানার ক্যান্টিনে সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও মতিয়ার রহমান লোকজন নিয়ে আড্ডা দেয়া নিয়ে গত সোমবার ওয়ার্কসপ এসটি-টু নুরে আলম মারপিটের শিকার হন। এ ঘটনায় সারকারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানি উভয় পক্ষকে ক্যান্টিনে আড্ডা দেয়ার বিষয়টি নিষেধ করার জন্য গতকাল সকাল ১০ টায় তার অফিস কক্ষে আহব্বান করেন।এ সময় সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে সাবেক সিবিএ সভাপতি শাহ মোরশেদুল ইসলাম,সাধারন সম্পাদক শফিকুর রহমান,আব্দুস সালাম,মাহমুদুল হাসান সহ ৭/৮ জন অফিসে গিয়ে উপস্থিত হন। পরে সিবিএর সাবেক সাধারন সম্পাদক মতিয়ার রহমান,তার সাথে কারখানার রেকর্ড সর্টার বীর মুক্তিযোদ্ধা সন্তান বাবলু মিয়া,বাদশা মিয়া কে নিয়ে সারকারখানার উপ-ব্যবস্থাপক প্রশাসন গোলাম রব্বানির কক্ষে হাজির হলে মোয়াজ্জেম হোসেনের লোকজন তাদেরকে কটাক্ষ করে। মতিয়ার রহমানের লোকজনকে কটাক্ষ করার প্রতিবাদ করলে দু-পক্ষের মাঝে বাকবিতন্ডা ও মারমুখী অবস্থার সৃষ্ঠি হয়।এসময় অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হন এবং সারকারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন)গোলাম রব্বানি,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর, সারকারখানার নিরাপত্তা কর্মকর্তা নুরুল আমীন শিকদার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আরো জানা গেছে যমুনার সার কারখানার বর্তমান সিবিএ সভাপতি ও সাধারন সম্পাদক সাবেক সাধারন সম্পাদক মতিয়ার রহমানকে ইন্ধন দিয়ে কারখানার পরিবেশ উৎতপ্ত করছে বলে অনেকেই এ মন্তব্য করেন।এ ব্যাপারে যমুনা সারকারখানা কোম্পানী লিঃ এর উপ-
ব্যবস্থাপক প্রশাসন গোলাম রব্বানি ঘটনার সত্যতা স্বীকার করে পত্রিকায় না দেয়ার জন্য বলেন।যমুনা সারকারখানার সিবিএ’র সাধারন সম্পাদক শাহজাহান বলেন,যমুনা সারকারখানায় আধিপত্য বিস্তারে মোয়াজ্জেম হোসেন নতুন নতুন কিছু লোক নিয়ে সারকারখানায় উৎতপ্ত পরিবেশ সৃষ্টি করা ঠিক হয়নি।জানতে চাইলে যমুনা সারকারখানা কোম্পানী লিঃ সিবিএর সাবেক সাধারন সম্পাদক মতিয়ার রহমান বলেন, সিবিএর সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন জামাত-বিএনপি’র লোকজন নিয়ে ক্যান্টিনে আড্ডা ও শ্রমিক-কর্মচারীদের নানা ভয়ভিতী ও হুমকি সহ মুক্তিযোদ্ধা সন্তান বাবলু মিয়ার চড়াও হয় মারমুথী হওয়ায় আমরা প্রতিবাদ করেছি।যমুনা সারকারখানা কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজ উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠো ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।