মহাসড়কে মৃত্যুর মিছিল! রায়গঞ্জে গত ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী
মোঃ পারভেজ সরকার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ফোরলেন ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণ গেছে এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন।
স্থানীয়রা বলছেন, মহাসড়কে ডিভাইডারের অভাবে দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। পার্শ্বরাস্তা বন্ধ থাকায় দক্ষিণ দিক থেকে আসা গাড়ি হঠাৎ মাঝরাস্তায় ঘুরতে হয়। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র মতে, মে থেকে অক্টোবর পর্যন্ত সাতটি বড় দুর্ঘটনায় কলেজছাত্র, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক চালক, ভ্যানচালক ও পথচারীসহ নয়জন নিহত হয়েছেন। আহত ১৫ জনের মধ্যে ৬ জন পঙ্গু হয়েছেন। ইতিমধ্যে স্থানীয়রা একাধিকবার মানববন্ধনও করেছেন।
স্হানীয় দোকানদার সুজন সরকার বলেন, “রাস্তা পার হতে গেলে মনে হয় জানটা হাতের মুঠোয়। প্রাইভেটকার চালক রুবেল সরকার বলেন, “রোড ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।” প্রফেসর শংকর কুমার দাসও দাবি করেছেন, রোড ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খোলার দাবি জানানো হলেও কাজ হয়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন, দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে ভূঁইয়াগাঁতী চিহ্নিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে এবং ট্রাফিক টহল বাড়ানো হয়েছে।
সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক মো: সরফরাজ হোসাইন বলেন, “স্থায়ী রোড ডিভাইডার ও বন্ধ পার্শ্বরাস্তার কাজ প্রক্রিয়াধীন, তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জায়গা ছাড়ায় বিলম্ব হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, পার্শ্বরাস্তার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই সমস্যা সমাধান হবে।#
মোঃ পারভেজ সরকার।
প্রতিনিধি, সিরাজগঞ্জ।
২৬-১০-২০২৫
