বেলকুচি

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে সমবায় দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সমবায় অফিসার মোঃ রানা ইসলাম।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির,বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সমবায় সমিতির সভাপতি মোঃ এন্তাজ আলী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবায়ী সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।