বেলকুচি

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক,স্বামী পলাতক

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামে প্রশাসনের চোখ ফাকি দিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫.৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে স্বামী মোঃ আমিরুল ইসলাম পালিয়ে গেলেও গ্রেফতার হয়েছে তার স্ত্রী মোছাঃ জোসনা খাতুন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি রেইডিং টিম চরচালা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামীদ্বয়ের দুচালা টিনের ঘরের পশ্চিম পাশ সংলগ্ন রান্নাঘরের ভেতর চালের ড্রামের মধ্যে লুকানো অবস্থায় ৫টি সাদা পলি প্যাকেটে মোড়ানো বাদামী বর্ণের হেরোইন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো: আমিরুল ইসলামের স্ত্রী ও মন্টু মন্ডলের মেয়ে মোছাঃ জোসনা খাতুন (৩৮) পলাতক আসামী চরচালা গ্রামের মোহাম্মদ আলী সেখ এর ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামি আমিরুল কে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।