বেলকুচি

বেলকুচিতে মামলায় জামিনে এসে পূনরায় বাড়ীঘর ভাংচুর, মারপিটের অভিযোগ আহত ১

রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে তামাই কাজীপাড়া গ্রামের কাওছার আলী মোল্লার বাড়ির সিমানাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর অগ্নি সংযোগ, নগদ টাকা ও তাতের থান কাপড় লুটপাট করে ছিনিয়ে নেয়ার অভিযোগে পাশের বাড়ি হাজী হেলাল উদ্দিন প্রামাণিক, হাজী আব্দুর রশিদ ও শহিদ ড্রাইভার সহ ২১ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।

রবিবার সকাল ৮.৩০ মিনিটে (৭ ই নভেম্বর) হাজী হেলাল উদ্দিন প্রামাণিক ও শহিদ ড্রাইভার তার দলবলসহ ৪০-৫০ জন ভাড়াটে গুন্ডা দিয়ে বাড়িঘর ভাংচুর অগ্নি সংযোগ লুটপাটের অভিযোগে এ মামলা টি হয়।

ভুক্তভোগী কাওছার আলী মোল্লা জানান,পাশের বাড়ি হাজী হেলাল উদ্দিন প্রামাণিক তার ভাড়াটে গুন্ডা দিয়ে আমার বাড়িঘর ভাংচুর অগ্নি সংযোগ ও লুটপাট করে নগদ টাকা লুঙ্গি ছিনিয়ে নিয়েছে। আমরা আত্মরক্ষার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে বেলকুচি থানা পুলিশ প্রশাসনের নিকট আশ্রয় নেই, এমনকি এ ভাংচুরের ঘটনা তাতক্ষণিকভাবে পুলিশকে জানাই আর তখনই পুলিশ আমাকে তার গাড়ি করে আমার বাড়িতে আসে কিন্তু এর আগেই গুন্ডা বাহিনী তারা সবাই পালিয়ে যায়। আর এ ঘটনা তখনই তদন্ত করেন বেলকুচি থানা পুলিশ। পরে এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

আজ ১০ই নভেম্বর তারা এই মামলায় জামিনে এসে আমার বাড়িঘর ভাংচুর এমনকি মামলার ৩ নং সাক্ষী হিরন প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিককে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নিকট জানতে চাইলে তিনি মুটো ফোনে জানান ভাংচুর অগ্নি সংযোগ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে এবিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।