বেলকুচিতে জামায়াত নেতা মাওঃ আবুল কালাম আজাদ এর দাফন সম্পন্ন।

 

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

 

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার,
ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য,০৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ (৫৬) এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে সড়াতৈল কবরস্থানে মরহুমের নামাজে জানাযা শেষে সড়াতৈল কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, জেলা সূরা- কর্মপরিষদ সদস্য, বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নুর-উন ন্নবী সরকার, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস্ চেয়ারম্যান জননেতা আরিফুল ইসলাম সোহেল সহ অনেকে।
এ সময় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ সহ দল মত নির্বিশেষে অসংখ্য ধর্মপ্রান মুসুল্লি জানাযায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য মরহুম মাওলানা আবুল কালাম আজাদ গতকাল বুধবার (৩১ আগষ্ট) রাত ০৮.৩০মিনিটে নিজ বাসভবণে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।) তিনি,
দির্ঘ্যদিন যাবৎ কিডনি জটিলতায় ভূগছিলেন,
মরহুম মাওঃ আবুল কালাম আজাদ,বেলকুচি উপজেলার অন্তর্গত সড়াতৈল গ্রামের বাসিন্দা। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ছেলে,১মেয়েসহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন। সদা হাস্যোজ্বল ও বিনয়ী, নম্রভাষী আবুল কালাম আজাদ
দ্বীন প্রতিষ্ঠার কাজ থেকে কখনও বিরত থাকেননি। আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। পাশাপাশি স্ত্রী ও সন্তান-সন্ততিদের তাঁর নিজের অভিভাবকত্বে কবুল করুন।পরিবার ও আপনজন এবং আন্দোলনের সকল
সহকর্মীদেরকে রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।
এদিকে মাওঃ আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম ও বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার। নেতৃবৃন্দ,
শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.