বেলকুচিতে আবু হুরাইরা হত্যা মামলার আসামি সিয়াম গ্রেফতার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন দেলুয়াকান্দি গ্রামে মোঃ আবু হুরাইরা ওরফে মিজান হত্যা মানলার আসামি মোঃ সিয়ামকে মানিকগঞ্জ জেলার সদর থানার জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
অন্যদিকে আবু হুরাইরা ওরফে মিজান হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার সকালে ২৫শে অক্টোবর বেলকুচি থানা গেট সংলগ্ন রাস্তার উপরে মানববন্ধন করেছে এলাকাবাসি,পরে আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও রাস্তার উপরে বসে আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শ্লোগান দিচ্ছিলো তারা, এমতাবস্থায় বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম রাস্তা অবরোধ স্থলে উপস্থিত হয়ে বলেন, আপনারা শান্ত হন, আবু হুরাইরা ওরফে মিজান হত্যা মামলার আসামি সিয়ামকে গ্রেফতার করা হয়েছে, অতি শীগ্রই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।
ওসি মোঃ শহিদুল ইসলাম এর এমন প্রতিশ্রুতিতে শান্ত হয়ে সবাই রাস্তা অবরোধ ছেড়ে চলে যায়, কিন্তু যথাসময়ে বাকি আসামিদের গ্রেফতার করা না হলে আবার আন্দোলনে নামবে বলে জানান তারা। রাস্তা অবরোধ করার কারনে সায়দাবাদ টু এনায়েতপুর হাই ওয়ে রাস্তায় যানজট লেগে যায়, এতে ভোগান্তিতে পরে যানবাহনের যাত্রীরা, পরে প্রশাসনের সহযোগিতায় অতি দ্রুত রাস্তা অবরোধ নিরসন করে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা হয়।
