বছরে ২০ হাজার হাঁস পালনের কথা থাকলেও ২০০ হাঁস নিয়ে ব্যাস্ত ৫ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারী হাঁস প্রজনন কেন্দ্রে বছরে ২০ হাজার হাঁস
পালনের কথা থাকলেও ২ বছরে আছে ২০০ হাঁস , আর সেই হাঁসগুলো লালন পালনের জন্য রয়েছে ৫ জন
কর্মকর্তা-কর্মচারী। বর্তমান বাজারে ডিমের দাম উদ্ধমুখী, স্থানীয় বাজারে আমিষের চাহিদা পূরণে আশংস্কা।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোসহ ৫ বছর মেয়াদি সরকারী হাঁস প্রজনন কেন্দ্র
প্রকল্পটি প্রায় ৩ একর জমির ওপর নির্মান করা হয়।নির্মিত আঞ্চলিক হাঁস প্রজনন খামারে রয়েছে ৬ টি হাঁসের সেড, ১টি হ্যাচরী
বুডার সেড, আধুনিক মানের ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র (ইনকিবিউটর), জেনারেটর ঘর, একটি গভীর নলকুপ, উন্নতমানের আবাসিক ভবন, অফিস কক্ষ, বিশাল গুদাম
ঘর, সেইসাথে ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্রটিতে একই সাথে (ইনকিবিউটর) ২৮
হাজার ৮শ ডিম ঢুকানোর ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া বছরে ডরমেটরীসহ প্রায় ২০ হাজার
হাঁস পালনের ব্যবস্থা রয়েছে। আর সেই খামারটিতে এখন প্রায় ২’শ বড় হাঁস রয়েছে।
আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ লাভজনক খামারটি এখন প্রায় বন্ধের উপক্রম হয়ে পরেছে।
২০১৬ সালে প্রতিষ্ঠানটি উদ্বোধন হওয়া সত্ত্বেও নেই পর্যাপ্ত জনবল, নেই বাজেট। প্রতিষ্ঠানটি
দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সরকারী হাঁস খামারের বাজেটে অর্থ থেকে পরিচালিত হচ্ছে।
খামারটিতে হাচ্যারী ব্যবস্থা রয়েছে, যা থেকে পর্যাপ্ত বাচ্চা উৎপাদন ব্যবস্থা থাকলেও এ
যাবত কালে মাত্র দুই বার বাচ্চা উৎপাদন করেছে ।
সরজমিনে গিয়ে দেখা যায়,অকেজো হয়ে পড়ে আছে সরকারের কোটি কোটি টাকার
মূল্যের ৬ টি সেড। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাচ্চা উৎপাদনের হ্যাচারী, কর্মকর্তা
কর্মচারীদের জন্য নিমিত সুসজ্জিত ভবন গুলো পড়ে আছে বছরের পর বছর।
বাচ্চা উৎপাদনের হ্যাচারীর মেশিন গুলো নষ্ট হয়ে রয়েছে ২০২১ সাল থেকে। এতে জেলায়
চাহিদা মাফিক বাচ্চা উৎপাদন কমে গেছে।
প্রতিষ্ঠানে কর্মরত অদক্ষ শ্রমিক মো: বাবু মন্ডল জানান, প্রতিষ্ঠানটি শুরুর সময়
প্রকল্পের আওতায় ছিল, তখন জনবল ছিল প্রায় ১৫ জন। কিন্ত এখন খামারে হাঁসের পরিমান কমে যাওয়ায় কর্মচারী কমে গেছে।
সাগর আহম্মেদ নামের আরেক অদক্ষ শ্রমিক জানান, আমি নতুন জয়েন্ট করেছি, আমাদের এখানে হাঁস পালনের পর্যাপ্ত সেড রয়েছে, কিন্তু এখানে রয়েছে প্রায় ২শত হাঁস।
শাহ্ আলম নামের এক স্থানীয় ব্যক্তি জানান, সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এই
খামারটি শুরু পর কিছু কার্যক্রম থাকলেও ৪ বছর যাবত প্রায় সেড গুলোই ফাঁকা,
অফিসারদের সুন্দর বাসভবন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সে গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কর্মচারীদের বাসভবন গুলো সীমিত ভাবে ব্যবহার হচ্ছে। বাচ্চা উৎপাদন হয় না দীর্ঘদিন
ধরে, সে মেশিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে।
স্কুল শিক্ষক আব্দুল জবার জানান, যদি সিরাজগঞ্জের এই খামারটি যদি চালু হয়, তাহলে স্থানীয় পর্যায়ে ডিমের বাজার কিছু হলেও কমে আসবে। এর ফলে স্থানীয় এলাকাবাসীর আমিষের চাহিদা মেটানো সম্ভব।
হাঁস প্রজনন খামারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সরকারী হাঁস খামারের বাজেটে অর্থ থেকে পরিচালিত হচ্ছে। কয়েকদিন আগে খামারটির আইডি হয়েছে, আশা করি অতিদ্রুত খামারটি ভালো অবস্থানে যাবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.