তাড়াশে জমজমাট হাট, করোনা ঝুকিতে এলাকাবাসী

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) :

সারা বিশ্ব যখন (কোভিড- ১৯) আক্রান্ত ঠিক সেই সময় তাড়াশে মাছের আরৎতে হাজার হাজার মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে চলছে। করোনা সংক্রমণ রোধে প্রশাসন যখন রাতদিন মাঠ পর্যায়ে কাজ করছে, ঠিক তখনি সিরাজগঞ্জের

তাড়াশ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় না রেখে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের পার্শে মহিষলুটি নামক স্থানে প্রতিদিন ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ওই মৎস্য আরৎ লাগছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক নসিমন অটোভ্যান যোগে হাজার হাজার মানূষ মাছ বিক্রি ও কিনতে আসে। মাছের বাজারে উপচে পরা ভীড়।উত্তরবঙ্গের বৃহৎ মাছের আরৎ মহিষলুটি এ অবস্থায় করোনা ভাইরাস ঝুঁকিতে হাজার হাজার মানুষ।

গত ২৪ মার্চ উপজেলা প্রশাসন থেকে তাড়াশ উপজেলার সকল হাটবাজার বন্ধ করতে মাইকিং করা হয়। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় । উপজেলা প্রশাসন থেকে মাইকিংয়ে বলা হয় পরর্বতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার সকল হাটবাজার বন্ধ থাকবে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে তাড়াশের মৎস আরৎ জমজমাটভাবে বসে। গোটা বিশ্ব যখন প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে আক্রান্ত ঠিক তখনি তাড়াশে ্ধসঢ়;ওই মাছের আড়তে ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা মাছ কিনতে আসায় করোনা ভাইরাসের ভয়ে এলাকাবাসী দিশেহারা।

মাছ কিনতে আসা ফজলু কামাল আসাদ ,নিমাই চন্দ সহ একাধিক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানা যায় আমরা করোনা বুঝিনা মাছ কিনতে হবে তাই এসেছি।স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনগন করোনা উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে বাহিরে বের হচ্ছে। মহিষলুটি মৎস্য আড়তের ্ধসঢ়;ইজারাদার আব্দুল গফুর এর সাথে কথা বলে জানা যায় লোকজন মাছ নিয়ে আসে তাদের মানা করল্ধেসঢ়;ও তারা মানছেনা।
ফোনে ০১৭৩৩৩৩৫০৩৪ সরকারী এই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি ফোন রিসিভ করেনি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান এর সাথে একাধিক বার মোবাইল ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোঃ ফারুক আহম্মদ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন মহিশলুটি মাছের বাজারটি বন্ধ করতে উপজেলা প্রশাসন কে বলা হয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.