তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক গোপাল চন্দ্র -আশুতোষ স্যানাল সদস্য সচিব
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উপজেলা সনাতন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষকে ও সদস্য সচিব করা হয়েছে আশুতোষ সান্যালকেগত সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা (যুগ্ন সাধারণ সম্পাদক) মানিক সাহার স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ন আহ্বায়ক হিসেবে আছেন- সুশীল চন্দ্র মাহাতো, জ্যোতিষ চন্দ্র মাহাতো, অমল চন্দ্র সরকার ও রনজিৎ ঘোষ। এছাড়াও সদস্য হিসেবে আছেন- তপন কুমার গোস্বামী, গৌরাঙ্গ কুমার তালুকদার, রবীন্দ্রনাথ দাস, সুজিত চন্দ্র দাস, রণজিৎ পোদ্দার, পরিমল রায়, গৌতম কুমার কর্মকার, দিলীপ কুমার সরকার, নিরঞ্জন রাজবংশী, ডলি চৌধুরী, জয় কুমার ঘোষ, মানিক রায়, সুব্রত কুমার ঘোষ, বিকাশ কুমার সিংহ, মিলন কুমার সূত্রধর, চামেলী রানী সরকার, রিপন কুমার মাল, সদু কুমার দাস, মহর চন্দ্র সরকার, দেবেন চন্দ্র উরাও, নলীন দাস, সুকুমার চন্দ্র ভৌমিক, হরেণ চন্দ্র সরকার, শ্রীমতি বাসনা বসু ও প্রকাশ চন্দ্র সরকার।
এব্যাপারে তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোপাল চন্দ্র ঘোষ বলেন, যে আস্থা রেখে আমাদের ওপরে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে আমরা সর্বোচ্চটুকু দিয়ে সততার সাথে এই আস্থা পূরণে কাজ করে যাব। এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। শুধু পূজা উদযাপন নয়, হিন্দু ধর্মালম্বীদের যে কোন প্রয়োজনে ও বিপদে আপদে আমরা সবার পাশে থাকার চেষ্টা করব। তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। সেই দুর্গাপূজা সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চাই। আমরা কিছুদিন আগে একটা ক্রান্তিলগ্নে বিভিন্ন মাধ্যমে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে ধর্ম-বর্ণ নির্বিশেষে ও ইসলাম ধর্মালম্বী অনেক ভাই এবং মাদরাসার ছাত্ররাও দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন। এ সকল কিছু আমাদের আরও উৎসাহ দেয়, প্রেরণা জোগায়। আমরা সবাই এ দেশের নাগরিক, তাই দলবল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে এটাই কাম্য।