তাড়াশে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে চলনবিল একাডেমী
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে ও তাড়াশ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর সহায়তায় চলনবিল একাডেমি নামে একটি নতুন শিক্ষামূলক অনলাইন ভিত্তিক প্লাটফর্ম ১১ সেপ্টেম্বর ২০২৪ নতুন আত্মপ্রকাশ করেছে।
চলনবিল একাডেমি প্লাটফর্মের মুল উদ্যোক্তা ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: হাসিনুর রহমান। এছাড়াও এই প্লাটফর্মের সহ-উদ্যোক্তা হিসাবে যারা কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওসার আলী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ আহমেদ,মশিউর রহমান নীরব-আলিম খান, মোস্তাফিজুর রহমান সুমন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বারিউল ইসলাম-রাজশাহী বিশ্ববিদ্যালয় নাইম ইসলাম,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাকারিয়া হোসেন, কাওসার আহম্মেদ আব্দুল -ঝিনাইদহ টেক্সাটাইল কলেজ, শিক্ষার্থী হিমেল মাহমুদ প্রমুখ।
শিক্ষামূলক প্লাটফর্মের উদ্যোক্তা মোঃ হাসিনুর রহমান বলেন, চলনবিল একাডেমী ,এই বছর তাড়াশের যে সকল শিক্ষার্থী এডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বিনামূল্যে এডমিশন বিষয়ক সর্বোচ্চ দিকনির্দেশনা প্রদান করা হবে এবং সাপ্তাহিক অনলাইন ক্লাস ও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
এই প্লাটফর্মের কার্যক্রম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, নতুন এই প্লাটফর্ম শুধু এডমিশন নিয়েই কাজ করবে এমন না বরং তাড়াশ উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে।তাদের শিক্ষা বিষয়ক সকল কিছু নিয়ে এই প্লাটফর্ম কাজ করতে বদ্ধপরিকর।আমাদের এই প্লাটফর্ম এর মূল উদ্দেশ্য থাকবে তাড়াশ উপজেলার সকল শিক্ষার্থী নিয়ে কাজ করা এবং তাদের শিক্ষা বিষয়ক সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা। আমরা যখন বাসায় থাকবো বিভিন্ন ছুটিতে, তখন আমাদের এই প্লাটফর্ম এর উদ্যোগে তাড়াশের বিভিন্ন স্কুল, কলেজ গিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ক বিভিন্ন সেমিনার করা হবে।