চৌহালীতে এম এইচ ভি কর্মীদের ভাতা অবৈধ ভাবে কর্তনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) বেতন-ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আর এসব অভিযোগ রয়েছে খোদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল কাদের এর বিরুদ্ধে।
তবে এ কর্মকর্তা বলছে মন্ত্রণালয়ের নির্দেশেই এ টাকা কর্তন করা হচ্ছে।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য পরিদপ্তর অধীন কমিউনিটি বেইজড হেলথকেয়ার অপারেশনাল প্লানের আওতায় কাজের বিনিময়ে প্রণোদনা ভাতা প্রদানভিত্তিক চৌহালী উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিকের জন্য ৭জন করে মোট ১০৫ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। এসব ভলান্টিয়ারের মাসিক বেতন-ভাতা হিসাবে ৩ হাজার ৬০০ টাকা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) এই ভলান্টিয়ারদের জনপ্রতি ৪ মাসের বেতন বাবদ ১৪ হাজার ৪’শ টাকা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তবে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক ১৪ হাজার ৪’শ টাকা না দিয়ে তাদেরকে ১০ হাজার ৪’শ করে দেওয়া হচ্ছে। অপরদিকে বেতন সিটে ১৪ হাজার ৪’শ টাকা প্রদানমর্মে ভলান্টিয়ারদের স্বাক্ষর নেওয়া হচ্ছে।

এসব বিষয় জানতে সরেজমিন চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কয়েকজন ভলান্টিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের চার মাসে বেতন আসছে ১৪ হাজার ৪’শ টাকা। প্রতি মাসে তিন হাজার ছয়শ টাকা করে। এখানে সিগনেচর সিটে ১৪ হাজার ৪’শ টাকা লেখা আছে কিন্তু আমাদের দেওয়া হয় ১০ হাজার ৪’শ টাকা। আর টাকা কই তাহলে? তবে এসব অভিযোগের বিরুদ্ধে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবদুল কাদের বলেন, এমএইচভি ১০৫ জন। তাদের অ্যাকুরেট টাকা, তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে। আমরা ১০ শতাংশ ভ্যাট বাবদ ১৪৪০ টাকা, ৫ শতাংশ অডিট ফি বাবদ ৭২০ টাকা, গত বছরের ৫ মাসের ১০ শতাংশ ১৮০০ টাকা ও স্ট্যাম ফি ৪০ টাকা করে প্রত্যেকের নিকট হতে ৪ হাজার টাকা কর্তন করছি।

গত বছরের ভ্যাট এ বছর কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় কোন নির্দেশ ছিলোনা তাই এই বছর ওই টাকা কর্তন করা হচ্ছে । এ বছর কি নির্দেশ আছে ওই টাকার উপর ভ্যাট কর্তনের। এ প্রশ্নের সদত্তর তিনি দিতে পারেননি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় মুঠোফোনে বলেন, ১০ শতাংশ ভ্যাট ও অডিট ফি বাবদ তিন থেকে ৫ শতাংশ কর্তনের নতুন নির্দেশনা এসেছে এবার। তবে ৪ হাজার টাকা কর্তনের বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে দেখবো।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.