চকশিয়ালকোল বাল্যবিয়ে প্রতিরোধে “স্বপ্নসারথি” কিশোরীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চকশিয়ালকোল সাত্তার হাজীর বাড়িতে বাল্যবিয়ে প্রতিরোধে “স্বপ্নসারথি” কিশোরদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে চকশিয়ালকোলে হাজী সাত্তারের বাড়িতে উক্ত অভিভাবক সভা পরিচালনা করেন অফিসার (সেলপ) মো: মাসুদ রানা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জিনাত জাহান। জেলা লিগ্যাল এইড অফিসার বলেন, জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে যেকোন আইনে সহায়তা প্রদান করেন, উপস্থিত যারা ছিলেন তাদের সমস্যার কথা মনযোগ দিয়ে শোনেন ও আইন সহায়তার আশ্বাস দেন।
এছাড়াও অভিভাবকদের তাদের কন্যা সন্তানের সুখী ও সুন্দর ভবিষ্যতে জন্য বাল্যবিয়ে নয়, প্রয়োজন শিক্ষা ও কাজের সুযোগ করে দেয়ার উপর জোর দিতে বলেন।
আরোও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান।