এলেঙ্গা-ভূঞাপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন,বন্যায় সড়কের ডাইভারসন ভেঙে ৩৫গ্রাম প্লাবিত

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি ঃ

বন্যায় যমুনা নদীর পানি বৃদ্ধির প্রভাবে পৌলী নদী,এলেঙ্গা পৌরসভার ড্রেন হয়ে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের পশ্চিম পাশে প্রবেশ করে শ্যামপুর ডাইভারসন ভেঙে বাংড়া, সহদেবপুর ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার অন্ত্যত ৩৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।
অপরদিকে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২০জুলাই) দুপুরে বন্যার পানিতে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের শ্যামপুর ডাইভারসন ভেঙে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বাংড়া, সহদেবপুর ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার অন্ত্যত ৩৫ টি গ্রাম প্লাবিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ জানান, সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা হয়েছে।
বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী জানান, দেওতলা, পাথালিয়া, চক ডাকাতিয়া, মোজাফরগাতি, বিলপালিমা, এবরচর, আলোকদিয়া, বিলপালিমা চরপাড়া, চকখিলদা, ঝাটিবাড়ী, বর্তা, বরঝগাতি, দয়থা, মুলিয়া, বেরিপটল, সাকরাইল, কুচুটি, ইছাপুর, আইসড়াবাড়ী, রাজাবাড়ী একাংশ ও বিলবর্ণী গ্রাম প্লাবিত হয়েছে। সহদেবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান, আকুয়া, চরভুক্তা,ভুক্তা,দক্ষিণ চামুরিয়া, ভবানিপুর, সহদেবপুর উত্তরপাড়া,নিগইর গ্রাম প্লাবিত হয়েছে।
এলেঙ্গা পৌর মেয়র নূর এ আলম সিদ্দিকী দিঘলপাড়া, চরবাসি, চক্র গুনাথপুর, হিজলী, কুরিঘড়িয়া, হায়াতপুর, এলেঙ্গার একাংশ, ভাবলা, চর ভাবলা, রৌহা,চন্দ্র-পটল, ফুলতলা গ্রাম প্লাবিত হয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.