এনায়েতপুরে ৮ বালু ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

ইমরান হোসেন আপন, চৌহালী :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নের যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ও মো. মাসুদুর রহমানের যৌথ অভিযানে এনায়েতপুর ঘাট এলাকায় ২টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়। পরে তাদের বেতিল ভূমি অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৮ জনকে দোষী সাব্যাস্ত করে বাকিদের ছেড়ে দেয়া হয়। এরা হলো সাদেকুল ইসলাম (২৪), আলাল উদ্দিন (৫৪), রঞ্জু (৩৫), খোকন (২৬), আব্দুল হামিদ (২৮), আব্দুল মতিন (২৩), আব্দুল আজিজ (২৬), নূরনী (২৩), শাকিল (২৬), লাভলু (২৮), শওকত (৫৮), ফজলু সরকার (৪৮), রাজা মিয়া (৪৫)। এদের মধ্যে দোষী ৮ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট নগদ ৪ লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এ অভিযানে আরো অংশ নেয় এনায়েতপুর থানার এসআই সাইফুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ ও আনসার সদস্য। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনের মূল হোতারা আগেই পালিয়ে যায়। ফলে পুলিশ তাদের আটক করতে পারেনি।
উল্লেখ্য, এনায়েতপুরের প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র প্রকাশ্যে ড্রেজার দিয়ে গত ১ সপ্তাহ ধরে অবৈধ ভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে এনায়েতপুর ঘাটের পাশে স্তুপ করে রেখে ট্রাকযোগে বিক্রি করছিলো। ফলে শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, পাকুরতলা ও পাচিল গ্রামের ৬ কিলোমিটার এলাকাজুড়ে যমুনা নদীর ব্যাপক ভাঙ্গণ শুরু হয়। এরই মধ্যে এ সব গ্রামের ৫০টি বাড়িঘর সহ প্রায় ১০০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনে পোর্টালে প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে। এরই অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের নির্দেশে সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন ও মো. মাসুদুর রহমান যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। ফলে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে যায়।


এলাকাবাসী জানান, গত এক সপ্তাহ ধরে এ বালু উত্তোলনের ফলে যমুনা নদীর গতিপথ পরিবর্তন হয়ে পশ্চিম পাড়ে স্রোতের আঘাত হানায় এনায়েতপুর স্পার বাধ, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়, তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থেকে শুরু হয়ে শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, পাকুরতলা ও পাচিল গ্রামের ৬ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙ্গণ শুরু হয়। এর আগে র‌্যাবের অভিযান ও প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ড্রেজার মালিকদের অর্থদন্ড দেওয়া হলেও থামেনি বালুদস্যুদের দৌরাত্ব। তারা আরো জানান, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়াচাঁদপুর ও স্থল ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তি সহ এনায়েতপুরের ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র গত ২৫/৩০ বছর ধরে অবৈধ ভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এলাকাবাসি আরো জানায় এ চক্রটি বছরে অন্তত ৬০/৭০ কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রি করে থাকে। ফলে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব হারায়।


এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, যেখানেই অবৈধ ভাবে বালু উত্তোলন করা হবে সেখানেই অভিযান চালানো হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.