উল্লাপাড়া

উল্লাপাড়ার ফুলজোর নদী থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের পাশে ফুলজোর নদীর কচুরিপানার মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে নিহত সোহাগ এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর, না পেয়ে তার পিতা আব্দুল লতিফ থানায় একটি সাধারণ ডায়রি করেন। শুক্রবার বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার লোকজন নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার সোহাগের লাশ বলে শনাক্ত করে। নিহত সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারনা।

ওসি রাকিবুল আরও জানান, উদ্ধারকৃত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৮/০৭/২০২৫