উল্লাপাড়ায় ৩ ভাটাকে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত ফসলি জমিতে ইট তৈরি এবং পরিবেশ ছারপত্র না থাকায় ৩ টি ইট ভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন । ইট ভাটা ৩ টি হলো উল্লাপাড়া সদর ইউনিয়নের গজারিয়ায় মোঃ জহুরুল ইসলামের পিবিসি ইট ভাটা, চকিদহ ব্রীজ সংলগ্ন মোঃ আবু হানিফের আয়েশা ইট ভাটা এবং ভেন্নাবাড়িতে মোঃ ফরজ আলীর এফএন্ডএফ ইট ভাটা ।
রবিবার দুপুর একটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন ওই ইট ভাটাগুলোতে পরিদর্শনে গিয়ে ইট ভাটার আওতার বাইরে নিয়ম বহির্ভূত ফসলি জমিতে ইট তৈরি করার দায়ে এবং পরিবেশ ছারপত্র না থাকায় প্রত্যেক ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন । বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভুমি অফিসের পেশকার মোঃ শফিকুল আজম ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১১/০২/২০২৪