উল্লাপাড়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার-৬
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থার্টি-ফাস্ট নাইটে সন্ত্রাসী হামলায় মোঃ বকুল(৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে নয়ানগাঁতী গ্রামে ।
এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বকুলের পিতা আব্দুল কাদের বাদী হয়ে রনু সহ ৪ জনের নাম ও অজ্ঞাত নামা আরো ৩/৪ উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৬ আসামীকে গ্রেফতার করেছে ।
এরা হলেন- উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে- মোঃ রনু(৩৫), মোঃ মিলন(৩০), মৃত- আজাহার আলীর ছেলে মোঃ আশরাফ আলী(৫২), মোঃ আলতু প্রাং এর ছেলে মোঃ শাহিন, মোঃ করিমের ছেলে মোঃ হোসেন ও মৃত-আফসার আলীর ছেলে মোঃ মাসুদ ।
আসামীদের শুক্রবার সিরাজগঞ্জ জেলে পাঠিয়েছেন । বাদীর আর্জি থেকে জানা যায় গত ৩১ ডিসেম্বর রাত ১১ টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দক্ষিণ পাশে আশরাফ আলীর চা এর দোকানের পার্শ্বে প্রসাব করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিডন্ড হয় । এক পর্যায়ে আশরাফের ছেলে রনু, বকুলের প্রাণনাশের হুমকি প্রদান করে । পরে বকুল সেখান থেকে বাড়িতে চলে আসে । ১ জানুয়ারি রাত ৩ টার দিকে তার ছেলে বকুল প্রসব করার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ির রাস্তার ধরে আসলে পূর্ব থেকে অতপেতে থাকা উল্লেখিত আসামীরা তার ছেলে বকুলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপায় । এ সময় তার আত্মচিৎকার শুনে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে । তার অবস্থা আশংকাজনক ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন মামলা হওয়ার সঙ্গে সঙ্গে ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ