উল্লাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রোগীর শরীরে পুশ করার অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম এর ষ্টোর কিপার মোঃ জুয়েল রানার বিরুদ্ধে , দুর্নীতি , অনিয়ম, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রোগীর শরীরে পুশ করা ও পোড়ানোর লিখিত অভিযোগ করেছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আতাউল গণি ওসমানী বরাবরে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে ২৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে । এতে তারা উল্লেখ করেন ওই দুর্নীতিবাজ ষ্টোরকিপার দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ হাসপাতালে সরবরাহ করে আসছে । গত রবিবার ওই স্বস্থ্য কমপ্লেক্সে প্রায় বার মাস বয়সী অসুস্থ এক শিশু ভর্তি হলে তার শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করায় বিষয়টি ধরা পরে রোগীর বাবার কাছে ।
এ নিয়ে তুল কালাম শুরু হলে স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার মোঃ জুয়েল রানা কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে তার ষ্টোরে রক্ষিত সকল মেয়াদ উত্তীর্ণ ঔষধ রবিবার গভির রাতে পুড়িয়ে দেয় । শিশুটি এখন অন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে । এ অভিযোগে স্বাক্ষরকারীরা হলেন রিয়াদুল , হাশেম , তামিম , জাকির সহ আরো অনেকে ।
এ বিষয়ে ষ্টোর কিপার জুয়েল রানা বলেন তিনি মেয়াদ উত্তীর্ণ ঔষধ হাসপাতালে সরবরাহ কিংবা অন্য কোনো ঔষধ সামগ্রী পোড়ান হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আতাউল গণি ওসমানী বলেন লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি সিভিল সার্জনকে পুরো বিষয় জানিয়েছেন। কমপ্লেক্মে মেয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধ সামগ্রী পোড়াতে হলে তা একটি কমিটির মাধ্যমে করতে হবে।
এ বিষায়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ