উল্লাপাড়ায় জামায়াত-বিএনপি একে অপরের জোরালো প্রতিদ্বন্দ্বী
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গ) আসনে বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় কমিটির সদস্য এম আকবর আলী। সোমবার (৩ নভেম্বর) বিএনপির দলীয় কার্যালয় থেকে যে প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে সিরাজগঞ্জ-৪ আসন (উল্লাপাড়া-সলঙ্গা) থেকে এম আকবর আলীর নাম রয়েছে। এ খবর শুনে সোমবার সন্ধ্যায় এক আনন্দ মিছিল বের করে উল্লাপাড়া উপজেলা বিএনপি ।
ঢাকা থেকে উল্লাপাড়ায় আসার পথে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় হাটিকুমরুল গোলচত্বরে এম আকবর আলীকে ব্যাপক গণসংবর্ধনা দেয় উল্লাপাড়া উপজেলা বিএনপি । এম আকবর আলী উল্লাপাড়ায় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এবং বড়হর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা তিনি। বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এম আকবর আলীর ব্যক্তিগত ভোটব্যাংক রয়েছে। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিএনপি থেকে এম আকবর আলী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মধ্যে দলীয় কোন্দল থাকার কারণে সে সময় নির্বাচনে এম আকবর আলীর ভরাডুবি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন আবারও যদি ২০০৮ সালের পুর্ণাবৃতি ঘটে তবে এ আসন থেকে এবারও বিএনপির ভরাডুবি হওয়ার আশংকা রয়েছে । তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় সিন্ধান্তের বাইরে না গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
অন্যদিকে এই আসনে অনেক আগেই মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। এই এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে । তিনি উল্লাপাড়ায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান চেংটিয়া টেকনিক্যাল কলেজ ও নন্দলালপুর টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা। উল্লাপাড়ায় জামায়াতের সংগঠন ব্যাপক শক্তিশালী । বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসনটিতে এবার ভাগ বসাতে চাচ্ছে জামায়াত । সহনশীল, বিনয়ী ও সদা হাস্য উজ্জ্বল দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান মাঠে ব্যাপক প্রচারনা চালিয়েছেন । তার নেতৃত্বে উপজেলার হাট-বাজার ও জনসমাগম স্থানে চলছে ব্যাপক গণসংযোগ । ব্যানার- ফেস্টুনে ভরে উঠেছে এলাকা। স্থানিয়দের ধারনা ভোটারদের একটি বড় অংশ এবার জামায়াতের উপর আগ্রহী ।
অপরদিকে এনসিপি ও গণঅধিকার পরিষদ তাদের প্রার্থীতা এখন ঘোষনা করা হয়নি । তবে তারা নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছচেন। উল্লাপাড়ার প্রবীণ ভোটাররা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে উল্লাপাড়ায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। আওয়ামী লীগের বিশাল একটি ভোটব্যাংক রয়েছে । এই ভোটব্যাংক থেকে যারা তাদের পক্ষে বেশী ভোট টানতে পারবে তারা খুব সহজেই বিজয়ী হতে পারবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ ০৪/১১/২০২৫
