উল্লাপাড়ায় জলবদ্ধায় ৫ শিক্ষা প্রতিষ্ঠান বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ ও পাঠদান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কয়েক দিনের প্রবল বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে ।পানিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও প্রবেশ পথ গুলো । আর এই জলাবদ্ধতার কারণে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ । ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুদের পাঠদান ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া মার্চেন্ট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় । এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা শোচনীয় । উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সংলগ্ন বিশাল পুকুরের পানি ও মাঠের পানি একাকার হয়ে গেছে ।
কলেজের অধ্যক্ষ আলী আশরাফ জানান, বৃষ্টির পানিতে মাঠ যে অবস্থায় দাড়িয়েছে স্যালো মেশিন লাগিয়ে পানি অন্যত্র সরিয়ে না দিলে আগামী তিন মাসেও মাঠ খেলার উপযোগী হবে না। তিনি আরো বলেন, কলেজ ক্যাম্পাসের সাথে পরিকল্পিত ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এ সমস্যা দুর হবে না । শতবর্ষের অধিক বয়সের উল্লাপাড়া মার্চেন্ট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় । পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই । মাঠের পানি উপচে পড়ে পাশবর্তী বসতবাড়িতে পানি প্রবেশ করে ।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মজিদ জানান, জেলার শ্রেষ্ঠ দুইটি শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজ উভয়ের একই মাঠ পাশের রাস্তা থেকে নিচু হওয়ায় বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায় । উল্লাপাড়া পৌরসভা থেকে কিছু মাটি মাঠে ফেলা হয়েছিল কিন্তু কোন কাজে লাগেনি । শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা শোচনীয় ।
ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের “মা” নাজমা বেগম, শারমিন জাহান জানান, এই স্কুলটি এলাকার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান । এখানে প্রায় ১২ শ শিশু লেখা পড়া করে । এ শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় বছরের শিশুর সংখ্যা বেশী । এরা কেউ সাতার জানে না । শহরে বাস করার জন্য এরা কখনো পানিতে নামে নি । গত কয়েকদিনের বৃষ্টিতে এখানকার মাঠে ৩ ফুটের বেশী ময়লা ও দুর্গন্ধ যুক্ত পানি জমে আছে । স্কুল মাঠে পানি জমে থাকায় বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের সমাবেশ ও ডিসপ্লে । স্কুলের চারটি শ্রেণিকক্ষ পানিতে ডুবে গেছে । বাকি শ্রেণিকক্ষে আসতে অভিভাবকরা পানিতে নেমে কোলে করে শিশুদের পাড়াপাড় করে । এ অবস্থায় শিশুরা যে কোন সময় বিপদে পরতে পারে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন না করলে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে ।
ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আব্দুর রাজ্জাক জানান, স্কুলের পূর্ব পাশের রাস্তায় একটি কার্লভাট ও পশ্চিম পাশের রাস্তায় একটি কার্লভাট ছিল কিন্তু স্থানীয় কিছু অধিবাসীরা দুই কার্লভাটের মাঝের ড্রেন বন্ধ করে দেওয়ায় পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে । ফলে বৃষ্টি হলেই স্কুলের মাঠে পানি জমে যায় । এতে করে স্কুলে আগত শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বিপাকে পরতে হচ্ছে । এ অবস্থার অবসান হওয়া খুবই জরুরী । এ বিষয়টি তিনি একাধিক বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু সালে মোহাম্মদ হাসনাত জানান শিক্ষা প্রতিষ্ঠান গুলোর চতুর্পাশে বাসাবাড়ি গড়ে উঠায় ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে । ড্রেন গুলো পরিষ্কার করে শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে ।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া,সিরাজগঞ্জ ০৯/১০/২০২৫