উল্লাপাড়ায় এমপিকে গণ সংবর্ধনা দিলেন নলসোন্দা মুক্তিযোদ্ধা সংসদ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিকে গণসংবর্ধনা দিলেন উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা মুক্তিযোদ্ধা সংসদ ।
রবিবার বিকেল ৩ টায় নলসোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে নলসোন্দা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সলপ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগণ তাদের সহযোদ্ধা নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিকে ফুল দ্বারা গণসংবর্ধনা দেয় । গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি গাজী এস এম আব্দুল হাকিম এর সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি মোঃ মকলেছুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, আওয়ামীলীগ নেতা নবী নেওয়াজ খান, সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সাধারণ সম্পাদক এহসানুল হাসান সন্টু প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব গাজী রওশান আলী ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২২/০১/২০২৪