ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে কাওয়াকোলা ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ১৭৩ জন জেলেদের মাঝে জন প্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

দুপুরে (২০ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে উক্ত চাল বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি এবং কার্যক্রমের উদ্বোধক ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ট্যাগ অফিসার সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কাওয়াকোলা ইউপি সচিব মোঃ সাইদুল ইসলাম কাওয়াকোলা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারি মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন, শাহজামাল সেখ, মোস্তফা কামাল, আফসের আলী, সাজেদা খাতুন, কোহিনূর খাতুন সহ অন্যান্য ইউপি সদস্যগণ সহ কর্মকর্তা কর্মচারীরা এবং সুবিধা ভোগী জেলেদের অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জ পৌরএলাকার ১৯৮ জন জেলেদের মাঝে সিরাজগঞ্জ পৌরসভার প্রাঙ্গণ হতে বিতরণ করা হয়।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.