অসহায়,ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য মুসাফির ইশকুলের ব্যতিক্রমী উদ্যোগ
আবির হোসাইন শাহিন :
জয়দেবপুর স্টেশনে প্রতি শুক্রবারের মত আজও অসহায় ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত শিশুদের পাঠ দান করেন মুসাফির ইশকুলের সেচ্ছাসেবী শিক্ষকগন।পাঠদান শেষে মুসাফির ইশাকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরানের সভাপতিত্বে নেওয়া হয় কতিপয় পদক্ষেপ। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল হলো মুসাফির ইশকুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রতিমাসে বাচ্চাদের খাবারের ব্যবস্থা সুনিশ্চিত করা। প্রাথমিক ভাবে মুসাফির ইশকুল ১০টি শিশুদের প্রতি মাসে তাদের সকল খরচ (খাবারের জন্য চাল, ডাল, আলু, তেল, সাবান, কাপড় ধোয়ার সাবান, টুথপেষ্ট, ব্রাশ ও কাপড়) সহ যাবতীয় সব খরচ। যেন শিশুদের দেখে কেউ বুঝতে না পারে তারা সুবিধা বঞ্চিত।
এছাড়া তাদের জন্য নিয়মিত প্রাইভেট পড়ার ব্যবস্থা ও তাদের প্রতিদিন খোজ খবর নেওয়ার জন্য প্রতিদিন পরিদর্শন করা। তাই আপনারাও চাইলে প্রতিমাসে বাচ্চাদের জন্য ৫ কেজি করে চাল অথবা নগদ যেকোন পরিমাণের টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন। আপনারা সামান্য সহযোগিতা এনে দিতে পারে ছিন্নমূল ও পথশিশুদের মনে মধুর হাসি। বাচ্চাদের মুখে হাসি ফুটাতে আপনাদের সহযোগিতা কামনা করছি। মুসাফির_ইশকুল জয়দেবপুর রেলওয়ে স্টেশন গাজীপুর।