হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা কুদ্দুস
॥ মো. শাহ্ জামাল ॥
মো: আব্দুল কুদ্দুস, হারিয়ে যাওয়া এক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম। তাঁর পিতার নাম ভানু মন্ডল। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রামের বাসিন্দা তিনি। তিনি ১৯৫১ সালে ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। হারিয়ে যাওয়া এক মুক্তিযোদ্ধার নাম মো: আব্দুল কুদ্দুস। তাঁর আছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল আতাউল গণি ওসমানীর অরিজিনাল সনদ। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং সহযোদ্ধা হিসেবে ১১নং সেক্টর কমান্ডার কর্ণেল তাহেরের প্রত্যয়নপত্র আছে।
জামালপুর-শেরপুর জেলার প্রথম অপারেশনে অংশ নেয়া ৭জনের মধ্যে আব্দুল কুদ্দুস অন্যতম। অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাঁর নাম নেই। একদিকে মুক্তিযোদ্ধার নাম তালিকাভূক্ত হতে অর্থ লেনদেন। অপরদিকে ভূয়া মুক্তিযোদ্ধার ছড়াছড়িতে তিনি ক্ষুব্ধ। ৪৬ বছর পর সন্ধান পান সহযোদ্ধা আবুলের। ইতোমধ্যেই সহযোদ্ধা মজিবর ফারাজী ও আসাদুল্লাহর মৃত্যুর খবরে নেমে আসে এক শোকগাঁথা অশ্রুহার। কথোপকথনের একপর্যায়ে মান অভিমান অভিমান ভাঙ্গিয়ে মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ২০১৭ সালে অনলাইনে আবেদন করান সহযোদ্ধা আবুল হোসেন।
১৯৬৭ সালে আমি জামালপুর সাবরেজিস্ট্রি অফিসে নকল নবিশের চাকরীর টাকায় লেখাপড়া করেছেন তিনি। ১৯৭১ সালে তিনি জামালপুর আশেক মাহমুদ কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। পাকসেনারা জামালপুরে শেল নিক্ষেপ করল। শহরজুড়ে আতংক। ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্ধুদ্ধ হন। মে মাসে তাঁর গ্রামের আসাদুল্লাহ (পরবর্তীতে কমান্ডার), কাহেতপাড়ার শাহজাহান সংঘবদ্ধ হয়ে রাতের অন্ধকারে পায়ে হেটে ডিগ্রিরচর-সারমারা হয়ে ভারতের মহেন্দ্রগঞ্জে প্রবেশ পথে বিএসএফ’র হাতে আটক হন। মহেন্দ্রগঞ্জ থানায় সন্দেহমূলক একরাত আটকে রাখা হয় তাদেরকে।
পরদিন সকালে মেলান্দহের আ: হাই বাচ্চু মিয়া, মাদারগঞ্জের করিমুজ্জামান তালুকদার, ইসলামপুরের রাশেদ মোশারফ (পরবর্তীতে ভূমিমন্ত্রী) এবং জামালপুরের আ: হাকিম আটককৃতদের খবর নিতে থানায় যান। তারা আমাদের সনাক্ত করে শরণার্থী ক্যাম্পে নিলেন। শরণার্থী ক্যাম্পে ২দিন থাকেন। এই লিডাররা বিএসএফ’র ডাকবাংলোতে মিটিং বসল। সিদ্ধান্ত হল বিএসএফ’র ক্যাম্পের পূর্ব পাশের পাহাড়ের টিলা পরিস্কার করে সেখানেই থাকার ব্যবস্থা করতে হবে। বিকেল ৬টার দিকে তাঁবু আসল। বিএসএফ’রা গাড়ি দিয়ে ৩টি পাতিল, চাল-ডাল-লবন-মরিচ দিয়ে গেল। পরদিন সকালে জঙ্গল পরিস্কার কালে কচু পাতা রংয়ের বড় একটি বিষাক্ত সাপ মারা পড়ল। ১৭ মে/৭১ বিএসএফ’র হাবিলদার ধন বাহাদুর ৫০/৬০ জন জোয়ানদের রিক্রুট করলেন। ২সাথীর মধ্যে শাহজাহানের বয়স কম থাকায় তাকে বাড়িতে ফেরৎ পাঠানো হল। ট্রেনিং করালেন ভারতের ধনবাহাদুর এবং বাঙ্গালী মাদারগঞ্জের সার্জেন্ট বজলুর রশিদ। প্রায় ২০/২৫ দিন ট্রেনিং চলে। থ্রি-নট থ্রি রাইফেল মার্ক-৪, হ্যান্ড গ্রেনেট চালানোর ট্রেনিং করানো হয়।
ট্রেনিং চলাকালে পরিচয় হয় সহযোদ্ধা মেলান্দহের আবুল হোসেন, মজিবর ফারাজী, আ: রেজ্জাক, ইসলামপুরের সুলতান, নূরুল হক, জামালপুরের আলতাফুর রহমান, মাদারগঞ্জের মুক্তা, হিরু, আজিজ, তাপস, হুরমুজসহ আরো অনেকের সাথেই। তাঁরা ছিলেন দ্বিতীয় ব্যাচের।
প্রথম অপারেশ:
ট্রেনিং শেষে ২৩ জুন/৭১। ইসলামপুরের মানিকুল ইসলাম মানিক, চন্দ্রার আলম, ধনবাড়ির রইচ ক্যাম্পে এসে মেলান্দহের কে আছেন? মেলান্দহের কুদ্দুস, আবুল হোসেন, আসাদুল্লাহ, মজিবর ফারাজীসহ আরো অনেকেই ছিলেন।
ক্যাপ্টেন নিয়োগী জামালপুরের মেলান্দহ উপজেলার দাগী-বানিপাকুরিয়ার রেলওয়ের ৭নং ব্রিজ ভাঙ্গার সিদ্ধান্ত দিলেন। কুদ্দুস এবং আবুল হোসেন, মজিবর ফারাজী, আসাদুল্লাহ ৪ জনকেই বাছাই করলেন। ক্যাম্পের পশ্চিম দিকে বর্ডার এলাকা আরেক ডিগ্রিরচর আছে। সেখান থেকে মানিকুল ইসলাম মানিক, আলম, রইচ উদ্দিন এবং আমাদের ৪জনকে সাথে নিয়ে সন্ধ্যায় নৌকাযোগে রওয়ানা হলেন। বের হবার আগে ক্যাপ্টেন নিয়োগী বোমা বিস্ফোরণের জন্য নিয়ম কানুন হাতে কলমে বুঝিয়ে দিলেন। রইচ উদ্দিন বোমা সেটিং ও বিস্ফোরণের বিষয়ে দক্ষ ছিলেন। ৩টি হাতিয়ার এবং বোমা দেয়া হলো ৪টি। লোক সংখ্যা ৭জন।
পথিমধ্যে সাথী আবুল হোসেনের ক্লাসম্যাট বালুরচরের আব্দুল্লাহর বাড়িতে একরাত অবস্থান করলেন। পর দিন ব্রিজ ভাঙ্গার জন্য আবুল, মজিবর ফারাজী, আলম ও আমি রেখি করেন। ওই রাতেই আমরা বোমা সেট করে ব্রিজ ভাঙ্গি। এটি জামালপুর জেলার প্রথম সফল অপারেশন। ক্যাম্পে এসে জানতে পারি এই সফল অপারেশনের খবরটি বিবিসিতে প্রচার হয়েছে।
অপারেশন শেষে কুদ্দুস ও আসাদ বাড়িতে চলে আসেন। বাকিরা ক্যাম্পে চলে যায়। বিলম্বে ক্যাম্পে তারা ঝাড়কাটা নদী থেকে শরণার্থীদের নৌকায় ভারতের উদ্দেশ্যে ২য় বার যাত্রা করেন। কিছুদুর যাবার পর ভারত থেকে মুক্তিযোদ্ধাদের ৩টি নৌকা টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। মুক্তিযোদ্ধার নৌকায় কুদ্দুসের সঙ্গী ছাত্র সরিষাবাড়ির আমিনুর তালুকদারকে দেখে খুশি হলেন। নৌকায় বর্তমান আশেক মাহমুদ কলেজের প্রফেসর শফিকুল ইসলামও ছিলেন। তাঁরা বল্লেন-আমাদের সাথে চলো। পথিমধ্যে শফিকুল ইসলামের হাতিয়ারটি আমাকে দিয়ে দিলেন এবং তিনি টাঙ্গাইলে নাগিয়ে তাঁর নিজ গ্রাম কাহেতপাড়ায় চলে গেলেন। কুদ্দুস শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে টাঙ্গাইল যুদ্ধের উদ্দেশ্যে গেলেন। কোম্পানী কমান্ডার ছিলেন-আমিনুর নিজেই।
ওদিকে ভূয়াপুরের মাটিকাটা এলাকায় যমুনা নদীর পাশে পাকবাহিনীর দু’টি জাহাজ আটকা পড়েছে। জাহাজে বাঙ্গালী কর্মচারী মারফত জানতে পেলেন-পাকিস্তানী জাহাজটি যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে যাবার পথে জাহাজ দু’টি যমুনার চরে আটকা পড়েছে। এ খবর জানার পর জাহাজে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর জাহাজের তলা ছিদ্র করে যমুনায় তলিয়ে দেন। খবর পেয়ে পরের দিন পাকসেনারা এলাকায় বৃষ্টির মতো গুলি ছুড়তে লাগল। ওদিকে জাহাজ ধ্বংশ করেই হেমনগরের দিকে চলে আসেন। তাঁদের সঙ্গে সিরাজুল হকও। তিনি পরবর্তীতে বিএনপি সরকারের স্বাস্থ্য উপ-মন্ত্রী হয়েছিলেন। আমিনুর ও আলম কোম্পানীর অনেকেই হেমনগরে আশ্রয় নিয়েছেন। একপর্যায়ে পাকসেনারা হেমনগর জমিদার বাড়িতে আক্রমন করলো। টানা এক ঘন্টা পাকবাহিনীর সাথে আমাদের সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধে সাথী নালিতাবাড়ির আহমদ সুফি আহত হন। যুদ্ধ থেমে গেলে কিছু যোদ্ধা আহত সুফিকে নিয়ে ভারতে চলে গেলেন।
কুদ্দুস ও সিরাজুল হকসহ ১০/১৫জন সহযোদ্ধা সরিষাবাড়ির রঘুনাথপুরের লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নিলেন। তিন দিন থাকার পর সিরাজুল হক; কুদ্দুস ও খন্দকার জালাল উদ্দিনকে একটি মাইন দিলেন। মাইনটি জামালপুর গোরস্থানে সেট করার নির্দেশ দিলেন। তখন জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী রেলগাড়ি দিয়ে পাকবাহিনীরা যাতায়াত করতো। উদ্দেশ্য মাইন দিয়ে পাকবাহিনীর বহর উড়িয়ে দিতে হবে। সরিষাবাড়ি থেকে মাইন নিয়ে বগাবাইদ সিরাজুল হকের মামা এমদাদুল হক খানের বাসায় রাত যাপন করেন। সিরাজুল হকের ছোট ভাই আজিজুল হক সওদাগরের সহায়তায় আব্দুল মজিদ শেখ, মীর ফরহাদ, চন্দ্রার লায়নকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। তাদের পরামর্শক্রমে রাতেই গোরস্থানে মাইন সেট করেন। তাড়াহুড়া করে মাইন পুঁতা হয়। কিন্তু ভুলবশত: মাইনের উপরের ক্যাপটি লাগানো হয় নি। ফলে পাকবাহিনীর গাড়ির বহর চলাকালে মাইনটি বিস্ফোরিত হল না।
এরপর ভারতের মুক্তিযুদ্ধ ক্যাম্পে ফিরে গেলেন। ক্যাম্পে বিলম্বে যাবার কারণ সম্পর্কে বিস্তারিত জানার পর কুদ্দুসকে নতুন করে রিক্রট করা হল। পরদিন কর্ণেল তাহেরের অধিনে ধানুয়া কামালপুরে যুদ্ধে প্রেরণ করা হল। প্রতি দলে ৩০ জন করে মোট ৪দলে বিভক্ত করে সৈন্য পাঠানো হলো। কামালপুরে ভোর থেকেই সম্মুখ যুদ্ধ চলছিল। প্রায় ১ঘন্টা যুদ্ধ চলে। আতংকের মধ্যে হতাহতের হিসেব নেয়ার সুযোগ নেই। সকালে ক্যাম্পে চলে আসেন।
পরের দিন আমিনুর কোম্পানীর নেতৃত্বে বাংলাদেশের বাহাদুরাবাদ ঘাটে পাঠানো হলো। যুদ্ধ সাথী ছিল ৩০ জন। ওই দিন ৬ডিসেম্বর/৭১। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার খবর পেলাম। নির্দেশ এলো বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ করার। এরপর নাছির কোম্পানী, মুক্তা কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর সাথে যোগাযোগ করে জামালপুরমুক্ত করার মিশন নিয়ে যাত্রা করেন। মিত্রবাহিনীর সহায়তায় সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করে ১১ডিসেম্বর জামালপুরমুক্ত হলো। দেশ স্বাধীনের পর আমাদের জামালপুর স্টেডিয়ামে ক্লোজ করা হয়। সেখানে একসপ্তাহ থাকার পর ক্যাপ্টেন মান্নানের কাছে অস্ত্র জমা দিয়ে যার যার বাড়িতে চলে যান।
-লেখক-সাংবাদিক-মানবাধিকার কর্মী ও প্রতিষ্ঠাতা সভাপতি মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি, জামালপুর। ০১৯১২১৮৫০৬২।