স্কুল ছাত্রের আত্মহত্যা বাবা-মায়ের সাথে অভিমান করে -এনায়েতপুরে
সিরাজগঞ্জের এনায়েতপুরে বাবা-মায়ের সাথে অভিমান করে আলমাস হোসেন (১৫) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। এনায়েতপুর হাটখোলার ব্যবসায়ী মুকুল হোসেনের ছোট ছেলে।নিহত আলমাস এভারগ্রীন মডেল স্কুলের দশম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তারাশের নওগাঁ শাহ শরীফ জেন্দানী (রহ:) বার্ষিক ওরশে যাবার জন্য পরিবারের নিকট ৫শ টাকা দাবি করে আলমাস। টাকা না পেয়ে দুপুরের দিকে সবার চোখ ফাঁকি দিয়ে নিজের শয়নকক্ষ বন্ধ করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে আলমাসকে না পেয়ে পরিবারের লোকজন ঘরে ভিতর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে কিশোর আলমাস। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।