সিরাজগন্জ -৫ আসনের নৌকার মনোনয়ন কিনলেন মীর মোশারফসিরাজগন্জ -৫ আসনের নৌকার মনোনয়ন কিনলেন মীর মোশারফ ৷
(বেলকুচি-চৌহালী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন ঢাকা উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২১ আগষ্ট গ্রেনেড হামলার অন্যতম আহত নেতা ও আশির দশকের সাবেক ছাত্র নেতা মীর মোশারফ হোসেন।
শনিবার ঢাকা ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানার নিকট থেকে তার দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলণ করেন।
ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে এসময় তার সাথে উপস্থিত ছিলেন পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. জাহাঙ্গীর, বেলকুচি পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী বদিউজ্জামান বদি, যুগ্ন-সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম, বনানী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম আযম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলমগীর সিকদার, ছাত্রলীগের সহ-সভাপতি ফেরসৌসসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।