সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ -তাড়াশ)আসনে আঃলীগের ৮ জনের মনোনয়ন ফরম সংগ্রহ
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের ৮ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার প্রথম দিন শুক্রবার (৯ নভেম্বর’১৮) সকালে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল আ’লীগ।
আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনে এ আসনে প্রায় দেড় ডজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এ পর্যন্ত ৮ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ এটি.এম লুৎফর রহমান দিলু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাকওয়াত হোসেন সুইট, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকার, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হক ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন।