সিরাজগঞ্জ হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোডস্থ অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৭জানুয়ারি -২০১৯) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে সকলের সার্বিক মঙ্গল কামনা করে বাল্যবিবাহ,মাদকের কুফল বর্ননা করেন। এবং সকলকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রজব আলী, সাবেক শিক্ষক মির্জা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মমতাজ বেগম, শরীর চর্চা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম খান প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সানোয়ার হোসেন।