সিরাজগঞ্জ বেলকুচির কৃতি সন্তান মোতালেব হোসেন (অপু) জাতীয় সম্মেলনের সদস্য মনোনিত
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কৃতি সন্তান মোতালেব হোসেন (অপু) ২১তম জাতীয় সম্মেলনের সদস্য মনোনিত। মোতালেব হোসেন অপু ঢাকা কলেজ ছাএলীগের গর্ব ঢাকা দক্ষিনের সচ্ছ ও পরিচ্ছন্ন আওয়ামীলীগ কমী। মোতালেব হোসেন (অপু) ২১তম জাতীয় সম্মেলনের অ্যাপায়ন উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগের “সদস্য” মনোনীত হওয়ায় আওয়ামী ও সহযোগী সংগঠের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান