সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ও আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি (DCLMC) এর সভা এবং অসহায় শ্রমিকদের মাঝে চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষাসহায়তা বাবদ -আর্থিক অনুদানের চেক বিতরণ অনু্ষ্ঠান করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সার্বিক ছিলেন – সিরাজগঞ্জ কলকারখানা পরিদর্শন অধিদপ্তর।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলাপ্রশাসক কার্যালয়ের শহীদ একে শামসুদ্দীন সম্মেলন কক্ষে -উক্ত অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে কাজ করতে হবে। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা-পরিচালক (সাধারন) রাজীব চন্দ্র ঘোষ।

অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম, সহকারি কমিশনার জাকিয়া সুলতানা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাঃ শামসুল হক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা শেখ আব্দুর রহিম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, এনডিপির নির্বাহী পরিচালক -আলাউদ্দিন খান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক, মোহাম্মদ ফয়জুর রহমান মাসুম, নাঈমুল আজিজ, আহসান জামিল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ।