সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ২৭’কেজি গাঁজাসহ আটক-২

রুবেল আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

সিরাজগঞ্জে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে লাগেজের ভিতর থেকে ২৭’কেজি গাঁজাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২। 

শনিবার ১৫’মার্চ সকালে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল থানার উত্তর বহুলাচরা এলাকার বাদশা মিয়ার পুত্র বিল্লাল মিয়া(২৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বরুড়া এলাকার আব্দুল আলীমের পুত্র আজহারুল ইসলাম@নয়ন(২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে ১৪’মার্চ বিকেল সাড়ে ৫’টার দিকে  র‌্যাব-১২,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়ে আব্দুল আলীম এর ভ্রাম্যমান দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭’কেজি গাঁজাসহ ২’জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৭৮০/-টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।