সিরাজগঞ্জে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উল্লাপাড়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা, চৌহালী, সিরাজগঞ্জ এর বদলীজনিত বিদায় এবং ২ দপ্তরের ২ জন কর্মকর্তাকে বরণ অনুষ্ঠান করা হয়েছে । বদলীজনিত ২ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান এবং নবাগত২ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে ।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,
রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, বেলকুচি’র প্রিন্সিপাল মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া।
উক্ত অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
এসময়ে মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ আলমগীর কবীর স্যার সহ সকল সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য, ক্ষেত্র সহকারী ও জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।