সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় স্মতিসৌধের মোড়ক উন্মোচন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্হিত মুক্তির সোপানের পাশে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতিগভীর শ্রদ্ধাঞ্জলী এর জন্য বিজয় স্মৃতিসৌধের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩জুন) সকালে উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
এ সময় বিজয় স্মৃতি সৌধের মূল পরিকল্পনা ও সার্বিক তও্বাবধায়ক ও বিদায়ী জেলা প্রশাসক ও পদোন্নতিতে উপ-সচিব কামরুন নাহার সিদ্দীকা, বিজয় স্মৃতিসৌধের পরিকল্পনা ও সহযোগিতাকারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইফতেখার উদ্দিন শামীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, মেয়র ও সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ সিরাজগঞ্জ কালেক্টোরেট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ, জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবীদের একাংশ উপস্হিত ছিলেন ।