সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশেষ কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি পারভীন আক্তার,

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর থানা’র আয়োজনে শনিবার সকাল ১০ টা থেকে থানা প্রাঙ্গনে “বিশেষ কমিউনিটি পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে” সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রি সভাপতি আবু ইউসুফ সূর্য্য, জেলা আঃলীগ সহ-সভাপতি মোস্তফা কামাল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি গাজী শফিকুল ইসলাম,কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয়ক ও প্রেসক্লাব সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

এসময় পৌর প্যানেল মেয়র রুমানা রেশমা,কাউন্সিলর সিরাজুল ইসলামসহ সাংবাদিক ও সুধীসমাজের একাংশ উপস্থিত ছিলেন।