সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাস্তবায়নকৃত বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাস্তবায়নকৃত বিভিন্ন প্রকল্পের কাজ এবং কাজিপুর উপজেলায় চলমান যমুনানদী তীর প্রতিরক্ষামূলক কাজ পরিদর্শন করছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম (রিজিওন) মোঃ মিজানুর রহমান।
শুক্রবার ২১ অক্টোবর দিনব্যাপি যমুনা নদীর ক্রস-বাধ এলাকা ও কাজিপুর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বগুড়া পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ এবং সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সহ উপ-বিভাগীয় প্রকৌশলী ও শাখা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।