সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

আজিজুর রহমান মুন্না , সিরাজগঞ্জ ঃ

পরিবার পরিকল্পনা অধিপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর- ২০১৮ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর’১৮) বিকেলে পরিবার পরিকল্পনা অধিপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের হল রুমে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন এর সভাপতিত্বে “প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি,প্রসব পরবর্তী পরিবার পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এবারের এ প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উল্লেখযোগ্য সাফল্যের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা কল সেন্টার ১৬৭৬৭ নং সপ্তাহের ৭দিনে ২৪ ঘন্টায় জরুরী প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতীর সেবা,নবজাতক ও শিশু সেবা, কৈশরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা পাওয়া যাবে। প্রেসব্রিফিংএ সহকারী উপ-পরিচালক ডাক্তার মোঃ আলতাফ হোসেন, ডাক্তার আয়নুল হক,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হামিদ, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি অসক ব্যনার্জী, দৈনিক যুগের কথা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এএইচ মুন্না, সিরাজগঞ্জ বার্তার বদরুল আলম দুলাল, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এস এম আল আমিনসহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।