সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে তফসিল ঘোষনায় আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংঠনের আনন্দ মিছিল

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষনা হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ,সদর, পৌর, ওয়ার্ড আওয়ামীলীগ ও তাঁর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল করে আসে এস,এস,রোডের দলীয় কার্যালয়ে।
তারপর এক হয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি এস,এস রোড হয়ে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত পথ সভা করেন।

উক্ত আনন্দ মিছিলের নেতৃত্বদেন ও স্বাধীনতা স্কয়ারের পথ সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আলহাজ্ব ইসহাক আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক দানিউল হক দানি মোল্লা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হাসেম , জেলা যুুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হাকিম প্রমুখ।
এ সময় উপস্হিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন তালুকদার, সাধারণ সম্পাদক রাশেদুল।