সিরাজগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ ১২ ডিসেম্বর পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায়
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের রূপকল্প -২০২১ ঘোষণা করেন। জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রুপান্তরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম চলমান অনুধাবন করে ডিজিটাল বাংলাদেশকে স্মরণীয় করে রাখতে সরকার ১২ ডিসেম্বরকে ” ডিজিটাল বাংলাদেশ দিবস ” হিসেবে পালন করে আসছে। আজ সারাদেশে ৬ষ্ঠবারের মত জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন হচ্ছে। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করছে। “সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ৪টি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। আমরা এখানেই থেমে থাকিনি, ২১০০ সালের ব-দ্বীপ কেমন হবে- সে পরিকল্পনাও নিয়েছেন।স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। “সরকার এবং সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতোমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।”
বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “২০৪১ সালের সৈনিক হিসেবে তোমাদের (তরুণদের) স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তমাল হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত এস.এম. রকিবুল হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ।
এসময়ে সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থীরা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আইসিটি অপারেটররা সহ অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের আইসিটির অপারেটরেরা উপস্থিত ছিলেন।