সিরাজগঞ্জে ট্রাকের পেছনে পিকআপ ধাক্কা খেয়ে বাবা-ছেলে ও চালকসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার ॥
শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে সিরাজগঞ্জের ঝাঐল ওভারব্রীজের কাছে ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে বাবা-ছেলে ও পিক আপভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরই বোঝাই একটি পিকআপ ক’জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে টাঙ্গাইল যাবার পথে ঝাঐল ওভার ব্রীজের নিকট নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় পিকআপটি পঞ্চগর থেকে ঢাকাগামী পাথর বোঝাই অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে এর সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। ঘটনা¯’লেই বরই ব্যবসায়ী ইদ্রিস আলী ও তার ছেলে মঞ্জু এবং পিকআপ চালকসহ তিন জনেরই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা¯’লে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পরই মহাসড়কে ঘন্টা দুয়েক যান চলচলে বিঘœ ঘটলেও বর্তমানে পরি’তি স্বাভাবিক রয়েছে।