সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মো. হোসেন আলী ছোট্ট ঃ
” সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ, এই পতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০২ জানুয়ারি ২০২৪) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ সিরাজগঞ্জের সহযোগিতায় পৌর শহরের জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে সমাজসেবা চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এর শুভ উদ্বোধন ঘোষণা করেন,যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম।
পরে সমাজসেবা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শরিফুল ইসলাম
তিনি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি তৌহিদুল ইসলাম তিনি বলেন,
বিশ্বে এমন কোনো বড় নেতা পাওয়া যাবে না, যাঁরা সমাজসেবার সঙ্গে জড়িত ছিলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এর ব্যতিক্রম নন। তাঁর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানবিক সমাজ গড়া। তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছেন।
সে সময়ে উপস্থিত ছিলেন,
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও উপ- পরিচালক মোহাম্মাদ মতিয়ার রহমান, ন্যাশনাল ডেবোলপমেন্ট প্রোগ্রাম এনডিপি ডেপুটি ম্যানেজার শিপন নাগ,সংস্থা এমডিও এর নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন, এমডিপি এর নির্বাহী পরিচালক মোঃ আসলাম সেখ প্রমূখ,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. সোহেল রানা,।।