সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গৌরিআরবান স্কুলের নতুনভবন ও উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ভবন (তৃৃৃতীয়তলা) এবং প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে । বাস্তবায়নে- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ এবং অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন- গৌরীআরবান উচ্চ বালিকা বিদ্যালয় ।

শুক্রবার (১১জুন) সকালে অত্র বিদ্যালয়ে উক্ত উদ্বোধন কাজের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু। এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনৈতিকবিদ আনোয়ার হোসেন রতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, আঞ্জুমান মফিদুল ইসলামের -সহ-সভাপতি তৌফিকা আহমেদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লাজ শারমিন সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গদের অনেকে উপস্থিত ছিলেন।