সিরাজগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্বামী পালাতক
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামের রুপা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে
কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা করে তার স্বামী বুদ্দু মিয়া (৪০)। তাকে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বেলকুচি
থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, উক্ত উপজেলার তেঁয়াশিয়া গ্রামের মৃত হানিফ খলিফার
ছেলে বুদ্দু মিয়ার সঙ্গে একই এলাকার বেড়াখারুয়া গ্রামের ইসমাইল হোসেন তালুকদারের
মেয়ে রুপা খাতুনের বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। তারা চরচালা গ্রামের হাজী লুৎফর রহমানের
বাড়ীতে ভাড়া থাকেন। বিয়ের পর থেকেই তাদের পারিবারীক কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলের দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রুপাকে জবাই করে হত্যার চেষ্টা করে তার স্বামী বুদ্দু এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে নিষ্ঠুর স্বামী পালিয়ে যায়। তাকে রক্তাক্ত ও
মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে। প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে
তাকে শনিবার ভোর রাতে উল্লেখিত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে এবং এ ব্যাপারে খুব শীঘ্রই সংশ্লিষ্ট থানায় মামলা হবে বলে তিনি উল্লেখ করেন।