সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কোরবানির গরু সম্রাটের দাম হাঁকা হচ্ছে ১৫’লক্ষ টাকা

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন কোরবানির ঈদের বাজার সামনে রেখে বিশালাকৃতির ষাঁড় সম্রাটকে বিক্রির জন্য প্রস্তুত করছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বীর শুভগাছা গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের পুত্র গরু খামারি আবুল কাশেম । নাদুস-নুদুস কুঁচকুঁচে কালো এ ষাঁড়টি আকার ও ওজনে এ অঞ্চলের সবচেয়ে বড় ষাঁড় এটিই বলে দাবি করছেন খামারি কাশেম। ভালো দাম পেলে এবারের কোরবানির ঈদে ষাঁড়টি তিনি বিক্রি করে দিতে চান। বিক্রির জন্য ষাঁড়টির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।

সরজমিন গিয়ে দেখা যায়, বিশালদেহী
অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন আবুল কাশেমের বাড়িতে। এ সময় কথা হয় গরু দেখতে আসা শুভগাছা ও পার্শ্ববর্তী গ্রামের একাধিক ব্যক্তির সাথে।
তারা বলেন, এত বড় বিশালদেহী ষাঁড় এলাকার কোনো খামারে এই প্রথম। এ কারণেই ষাঁড়টি দেখতে এসেছেন।

খামারি আবুল কাশেম বলেন, তিন বছর ধরে ষাঁড়টি পরিবারের সদস্যের মতো আদর–যত্নে বড় হয়েছে।‘সন্তানের মতোই মায়া পড়েছে খামারের এ প্রাণীটির প্রতি। ষাঁড়টিকে তিন বছর ধরে নেপিয়ার ঘাস, খড়, ছোলা, আলু, কলা, ধানের কুঁড়া ও ভুসি খাইয়ে প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ ছাড়াই ওকে খামারে লালন–পালন করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করার কারণে এর মাংসও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় কোরবানির বাজারে ভালো দাম মিলবে বলে আশা করছি।’

আবুল কাশেম আরও জানান, দেশীয় পদ্ধতিতে বেড়ে উঠছে ২৮’মন ওজনের ৩’বছর বয়সী ষাঁড়টি মাংসের হিসেবে লম্বা ৭৫’ইঞ্চি, পরিধি ৯৫’ইঞ্চি,তবে স্বাভাবিক অবস্থানে উচ্চতা প্রায় ৫ ফিট ৬’ইঞ্চি এবং লম্বায় ১’শ ইঞ্চি। ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫’লক্ষ টাকা। তবে বাজার-দর অনুযায়ী দামের কিছুটা তারতম্য হতে পারে উল্লেখ করে তিনি ক্রেতাদের (০১৭১২-২৫৫৬২৯
/০১৭৩৬-৭৮৯৮২১/০১৬১১-২৫১৪৫০) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।