সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুস্হ, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের অন্যতম সামাজিক ও আত্নমানবতার সেবায় নিয়োজিত সংগঠন মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুস্হ অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি-২০১৯) সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক , সাবেক পৌরমেয়র মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার নিজস্ব বাসভবন ভিক্টোরিয়া কোয়ার্টারে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় গরীর, দুস্হ, অসহায় শীতার্থ মানুুুুষের বিতরণের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি হাসনা কিবরিয়া । এসময় উপস্হিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম ইউসুফ দীপ, মরহুমের মেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের এমপি পদপ্রার্থী ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুসরাত ফারজানা ইলোরা, সদস্য আমিনুল ইসলাম সোহাগ, জিয়াসহ বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার পরিবারের সকল সদস্যবৃন্দ।