উল্লাপাড়া

সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এইচ টি ইমামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক রালী, দোয়া ও ¯স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগ অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রয়াত এইচ টি ইমামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামানি পান্না প্রমুখ ।

শোক র্যালী, দোয়া ও স্মরণসভাটি শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। অনুরুপ সকালে উপজেলার সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক দিবস যথাযোগ্য মর্যাদায় শোক র্যালী, প্রতিৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোঃ তাহের হোসেন।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন, প্রধান শিক্ষক গৌর কুমার ঘোষ। অপরদিকে, খান সোনাতলা গ্রাম বাসীর আয়োজনে- সোনতলা জামেমসজিদে বাদ জুমায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য হকদাদ খান পনীর। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুলতান হাফিজ খান, সহ দপ্তর সম্পাদক আকিদ লোহানী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সোনতলা জামেমসজিদ ইমাম মওলানা মুফতি মোঃ ইউসুফ আলী। এ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।