সিরাজগঞ্জে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন,আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (১১ফেব্রুয়ারী-২০১৯) বিকেলে জেলা নির্বাচন অফিসে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজার রহমান এর হাতে এ মনোনয়ন ফরম জমা দেন।

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান,এ্যাডভোকেট বিমল কুমার দাস, আলহাজ্ব ইসহাক আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক,আইন বিষয়ক সম্পাদকএ্যাডঃ কায়সার আহম্মেদ লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দীন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা গাজী সোহরাব আলী সরকার, গাজী ফজলুর রহমান খান ফজলু, আব্দুস সাত্তার শিকদার, মহর আলী,আব্দুস সালাম মাস্টার, সৈয়দ বেলাল হোসেন, আব্দুল মান্নানন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হাকিম, যুবলীগ নেতা এমদাদুল হক, জেহাদ আল ইসলাম,একরামুল হক রিজভী, একরামুল হক একরাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনাহেনা, জেলা পরিষদ সদস্য নারী নেত্রী এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না, জেলা যুব মহিলালীগের আহবায়ক রুমানা রেশমা, হাসিনা ভানু রুমা,প্রভাষক তানজিলা, শিউলি খাতুন, রাজিয়া শিউলি, আইভি আসাদ, পৌর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন তারা, আব্দুল করিম, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুুগ্ন-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রাশেদ সহ বিভিন্ন পৌর ওয়ার্ড ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।