সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আসা দুই রোহিঙ্গা নারীকে হস্তান্তর করা হলো, দালালের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি থেকে উদ্ধার হওয়া দুই রোহিঙ্গা নারীকে রোববার উখিয়া বালুখালী এস-১৭ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এদিকে মানবপাচারের অভিযোগে নজরুল দালাল ও তার সহযোগিদের বিরুদ্ধে স্থানীয় চৌকিদার কার্তিক চন্দ্র সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে নজরুল ও তার পরিবারের সবাই পলাতক রয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ভাঙ্গাবাড়ি মহল্লার মোক্তেল হোসেনের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় আদম ব্যাবসার সাথে জড়িত। কম খরচে বিদেশ পাঠানোর রঙ্গিন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন অঞ্চল থেকে বেকারদের অবৈধ পথে বিদেশ পাঠাচ্ছেন তিনি। এ অবৈধ পথে নজরুল দালাল কামিয়েছে বহু অর্থবিত্ত।
গত বছর মিয়ানমার থেকে অসহায় রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করার পর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকার অনেক রোহিঙ্গাদের বিদেশ পাচার করেছেন। এছাড়া এসব ক্যাম্প এলাকা থেকে ফুসলিয়ে অনেক সুন্দরী মেয়েদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে জোড়পূর্বক দেহব্যবসায় জড়িয়ে কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি এমন অভিযোগ স্থানীয়দের। শুক্রবার (২৭এপ্রিল) বিকেলের দিকে নজরুলের বাড়ি থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গা তরুনী রোকেয়া খাতুন (১৯) ও রহিমা খাতুন (১৮) কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানায়, তাদের স্বামী মালয়েশিয়া শ্রমিকের কাজ করছে, সম্পর্কে তারা ননদ-ভাবি।
অল্প টাকায় মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দালাল নজরুল বেশ কয়েক সপ্তাহ আগে থেকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে। বুধবার ( ২৫এপ্রিল) রাতের দিকে নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর এলাকার বেশ কয়েক জায়গায় বেড়ানোর কথা বলে নিয়ে যায়, তাদের কাছে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিল। দুই-তিন দিন অতিবাহিত হবার পর শুক্রবার ওই বাড়িতে মানুষের আনাগোনা দেখে এলাকাবাসির সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এলাকার মুরুব্বী হারুন অর রশিদ সহ কয়েকজন বলেন, নজরুল চিহ্নিত মানব পাচারকারী। অসহায় রোহিঙ্গা যুবতীদের দিয়ে অনৈতিক ব্যবসা করাতে নাকি বিদেশে পাঠাতে বাড়িতে এনেছিল এটা সহজেই অনুমেয়। ইতোপূর্বেও সে অবৈধভাবে এলাকার অনেক মানুষকে বিদেশ পাঠিয়েছে। তার উপযুক্ত শাস্তি দাবি করছি। এব্যাপারে এনায়েতপুর থানার এসআই রিপন কুমার বলেন, মহামান্য আদালতের নির্দেশে রোহিঙ্গা নারীদের নিয়ে কক্সবাজারের উখিয়া বালুখালী এস-১৭ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এদিকে থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মানবপাচার আইনে নজরুল দালালসহ সহযোগিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে, অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।