সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়  নারীদের মাঝে  ঈদ উপহার  বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ড মাছুমপুরের  স্বেচ্ছাসেবী সংগঠন “আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা’র” উদ্যোগে গরীব  দুঃস্থ ও অসহায়  বিধবা নারীদের মাঝে  ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৫ টায় মাছুমপুর ১ নং ওয়ার্ডের আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় হতে  উক্ত ঈদ উপহার ৪’শতাধিক ওই সব  নারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার  প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস লুৎফুন্নেছা, সহসভাপতি মোঃ শামসুল হুদা, সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা, নির্বাহী সদস্য পূরবী ভট্টাচার্য, জান্নাতুল নাঈম নিপা,  সিহাব উদ্দিন প্রমুখ।
উক্ত খাদ্য সামগ্রী মধ্যে ছিলো ১, কেজি পোলাও চাউল, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, সয়াবিন তেল ১ লিটার,  চিনি ১ কেজি ,  লবণ ১ প্যাকেট, মসূর  ডাউল ১ কেজি, আটা ২ কেজি এ ফুড প্যাকেজ পেয়ে  ওই সব গরীব দুঃস্থ  অসহায় ও বিধবা  নারীরা খুশি মনে বাড়ি ফিরছে।