সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আওয়ামীলীগের বর্ণাঢ্য র‌্যালী

সিরাজগঞ্জ প্রতিনিধি:মাকছুদা খাতুন

বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর মধ্যদিয়ে পালন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।
প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন, ঘোড়া, কাঠের তৈরি নৌকা নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন। এতে পুরো সিরাজগঞ্জ শহর মিছিলের নগরীতে পরিণত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বর এলাকা থেকে র‌্যালীটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা নদীর পাড়ে শহীদ শেখ রাসেল শিশুপার্কে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. কে এম হোসেন আলী হাসান, এ্যাড. আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী মুক্তির সোপানে সমাবেত হয়। জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত প্যানা-ব্যানার নিয়ে ব্যান্ডের তালে নেচে নেচে নেতাকর্মীরা এই আনন্দ র‌্যালীতে অংশ নেয়।